Monday, July 24, 2017

কিভাবে একটি ভালো সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করবেন- সিসিটিভি ক্যামেরা সার্ভিস বাংলাদেশ


বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা
সব সিসিটিভি ক্যামেরার সাইজ ও গঠন এক রকম নয়। প্রয়োজনের উপর ভিত্তি করে ক্যামেরাও বিভিন্ন রকম হয়ে থাকে। নিম্নে ৩ ধরনের ব্যাসিক ক্যামেরার উদাহরণ দেওয়া হল

*বুলেট ক্যামেরা- এই ছোট নলাকার ক্যামেরাগুলো সাধারণত এমন পারিপার্শ্বিক অবস্থায় ব্যবহৃত হয় যেখানে বিচক্ষণতা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য একে নিরাপত্তামূলক ডোমে স্থায়ীভাবে ইন্সটলের প্রয়োজন নেই। দোকান ও সেবামূলক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য এটি উপযুক্ত।
 
বিভিন্ন ব্রান্ডের বুলেট ক্যামেরা

*ডোম ক্যামেরা- নজরদারির জন্য ডোম ক্যামেরা অসাধারণ। এটি শুধু নৈমিত্তিক ক্ষতি থেকেই ক্যামেরাকে রক্ষা করেনা বরং অতিমাত্রায় নিরাপত্তা প্রদান করে। কারন ক্যামেরাটি কোন দিকে পয়েন্ট করে থাকে তা বোঝা প্রায় অসম্ভব।

বিভিন্ন ব্রান্ডের ডোম ক্যামেরা

*আইআর ডে/নাইট ক্যামেরা- লাইটিং এর অবস্থা যাই থাকুক না কেন, এই ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা আউটডোর কভারেজ দিয়ে থাকে। এগুলো দিনের বেলা একটি নির্দিষ্ট কালার ইমেজ দিয়ে থাকে এবং রাতে ইনফ্রারেড ভিউ এর জন্য সাদাকালোতে রূপান্তরিত হয়।
ব্যবহারকারীর উদ্দেশ্য ও চাহিদার উপর নির্ভর করে সে কোন ধরনের ক্যামেরা ব্যবহার করবে। চাহিদাগুলো নির্ণয় করতে পারলে ক্যামেরা নির্বাচন করা খুবই সহজ।

বিভিন্ন ব্রান্ডের ডে/নাইট ক্যামেরা ক্যামেরা

সঠিক সিসিটিভি ক্যামেরা নির্বাচন করুন
সঠিক ক্যামেরাটি ক্রয়ের ক্ষেত্রে প্রথমেই যা বিবেচনা করতে হবে তা হলো লেন্স। লেন্স ব্যবহারকারীকে স্পষ্ট ইমেজ প্রদান করে। দ্বিতীয়টি হচ্ছে সেন্সর। ক্রেতার ১/৩ ইঞ্চি সিসিডি সেন্সর ক্রয় করা উচিত কারন এটি প্রসেসিং এর জন্য অধিকাংশ তথ্য ডিএসপিতে প্রদান করে। শেষ ফিচারটি হচ্ছে ক্যামেরা আউটপুট রেজোলিউশান। এর উপযোগিতা প্রথম ২টি ফিচারের উপর নির্ভর করে। হার্ডওয়্যারের সামর্থ্য নির্ণয়ের পর দ্বিতীয় পর্যায়ে ক্রেতাকে নির্ধারণ করতে হবে কোন ক্যামেরাটি তার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিস্তৃত আউটডোর এরিয়া কভার করার জন্য যেমন বাড়িওয়ালা তার সম্পত্তি রক্ষার জন্য ডে/নাইট ক্যামেরা ব্যবহার করতে পারে। স্টাফদের মনিটর করার জন্য বুলেট ক্যামেরা এবং দোকান বা ব্যবসার জন্য ডোম ক্যামেরা ভালো।

Tuesday, May 30, 2017

Most Advanced Anti-theft Fingerprint Lock With Touch Keypad

 
Best Security for you ZKTeco TL100 is a fingerprint lock with voice-guided feature, which makes operation very easy and quick. It uses the mechanical anti-theft mortise with one latch and two security deadbolts, that allows users to lock the deadbolt from both indoor and outdoor. Meanwhile, TL100 has various approaches to open the door,such as with fingerprint, password, card and key; and it can be applied to either wooden door or security door. All in all, TL100 presents the advanced electromechanical technology, which provides high home security and great convenience

Function: 

• New generation fingerprint recognition algorithm
• Robust and safe anti-theft mortise design
• Wide touch pad screen with tempered glass material 
• Voice guide for easier and more convenient use
• With random password for more security 
• Illuminated keypad for easy and quick operation after dark
• Various access for your convenience - fingerprint/password/card/key
• Idle handle design to prevent from forcible entry
• Reversible design to fit for all door open direction
• Smart alarm for low battery & illegal operation
• Support passage mode - Normal open
• User data synchronization
• Turn handle upward to lock deadbolt
• External terminals to draw back-up power from a 9V battery
• Remote open door is optional