Monday, February 11, 2019

সিসিটিভি ক্যামেরা সম্পর্কে প্রয়োজনীয় কিছু প্রশ্ন-উত্তর পর্ব || জেনে রাখুন আপনারও কাজে লাগবে


১. প্রশ্নঃ- একটা ডিভিআর মেশিনে কয়টা সিসি ক্যামেরা লাগানো যায়?
উত্তরঃ- ডিভিআর মেশিনে নির্দষ্ট পরিমান পোর্ট থাকে ক্যামেরা লাগানোর জন্য আর এই পোর্ট গুলো চ্যানেল নামে পরিচিত মানে মেশিন গুলো সাধারনত ৪ চ্যানেল,৮ চ্যানেল,১৬ চ্যানেল,২৪ চ্যানেল,৩২ চ্যানেল ইত্যাদি আরো দিনে দিনে পোর্ট সংখ্যা চাহিদা অনুসারে বেড়েই চলেছে তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে ডিভিআরে যে কয় চ্যানেল থাকবে ঠিক তেমনি ক্যামেরাও ওই পরিমান সেটআপ করা যাবে ধরুন ৪ চ্যানেলের মেশিন আর আপনি ২ টা ক্যামেরা লাগাতে চাচ্ছেন সুতরাং সেক্ষেত্রে মেশিনে আরো ২ টা ক্যামেরার সেটআপের জায়গা থেকে যাবে।
২. প্রশ্নঃ- সিসি ক্যামেরার রেকর্ডকৃত ভিডিও হার্ডডিস্কে কত দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে?
উত্তরঃ- রেকর্ডকৃত ভিডিও ফুটেজ কত দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে সেটা নির্ভর করবে আপনার ক্যামেরা রেজুলেশন আর হার্ডডিস্কের স্পেস অনুযায়ী। আপনার ক্যামেরা যদি ভালো হয় মানে এইচডি হয় তাহলে রেকর্ড অল্প কিছুদিন সংরক্ষিত থাকবে আর যদি নরমাল মানে টিভিএল ক্যামেরা হয় সেক্ষেত্রে অনেকদিন সংরক্ষিত থাকবে,এখন অনেকে বলতে পারেন আমি কিভাবে বেশি দিন রেকর্ড রাখতে পারবো সেক্ষেত্রে আপনার হার্ডডিস্কের পরিমান বাড়াতে হবে।
৩. প্রশ্নঃ- আপনাদের ক্যামেরা গুলো কি রাতের অন্ধকারে ক্লিয়ার দেখা যায়?
উত্তরঃ- জ্বী অবশ্যই আমাদের প্রতিটি ক্যামেরা নাইটভিশন সুতরাং রাতের অন্ধকারেও আপনি ক্লিয়ার ছবি দেখতে পাবেন।
৪. প্রশ্নঃ- আপনাদের ক্যামেরা গুলোতে কি পানি বা ময়লা ঢোকে?
উত্তরঃ- নাহহ আমাদের ক্যামেরা গুলো ওয়াটার + ওয়েদার প্রুফ সুতরাং এটাতে পানি আর ময়লা ঢোকার প্রশ্নই আসে না।
৫. প্রশ্নঃ- আপনাদের সিসি ক্যামেরায় কি কথা শোনা যায়?
উত্তরঃ- জ্বী না কথা শুনতে হলে আপনাকে আলাদা অডিও ডিভাইস লাগাতে হবে এবং সম্পূর্ন মূল্য আপনাকেই পরিশোধ করতে হবে।
৬. প্রশ্নঃ- বাজারের সবচেয়ে ভালো ক্যামেরা কোনটা?
উত্তরঃ- সেটা আপনাকেই খোঁজ নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন কপি প্রোডাক্ট যাতে না হয় কারন বাজারের নকল প্রোডাক্টের ছড়াছড়ি, তবে যেখান থেকেই ক্যামেরা কিনেন না কেন আমাদের হিকভিশন ক্যামেরা সম্পর্কে একটু জেনে নিবেন এবং দেখে নিবেন তারপর বাকিটা আপনার সিন্ধান্ত ।
৭. প্রশ্নঃ- যখন বিদ্যুৎ থাকবে না তখন সিসি ক্যামেরা চলবে কিভাবে?
উত্তরঃ- সেক্ষেত্রে আপনাকে আইপিএস ব্যবহার করতে হবে।
৮. প্রশ্নঃ- বিদ্যুৎ চলে গেলে সিসি ক্যামেরা অফ হয়ে যায় কিন্তু বিদ্যুৎ যখন আসবে তখন কি আবার চালু করতে হবে মেশিন বা ক্যামেরা?
উত্তরঃ- জ্বী না বিদ্যুৎ আসলে অটোমেটিক চালে হবে এবং যেখান থেকে রেকর্ড শেষ হয়েছিল ওখান থেকে আবার শুরু হবে এতে কোনো ধরনের ত্রুটি হবে না।


এছাড়াও অন্যান্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে 

মোবাইলঃ 01717-496054, 01642-428228
ওয়েবঃ http://optimationbd.com/



নিরাপত্তা সেবা নিন || নিরাপদ থাকুন


No comments:

Post a Comment