Saturday, March 30, 2019

সিসিটিভি ক্যামেরা কি এবংসিসিটিভি ক্যামেরা কিভাবে কাজ করে



Closed Circuit Camera 750pix নিরাপত্তার জন্য চাই নিরাপদ প্রযুক্তি, নিজের নিরাপত্তা নিজেই নিতে পারেন |

সিসিটিভি ক্যামেরা সিষ্টেম এর ব্যবহার আমাদের দেশে দশ-পনের বছর আগে শুরু হলেও পশ্চিমা দেশগুলোতে আরো বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। যদিও সিসিটিভি ক্যামেরা সিষ্টেম তখন ছিল শুধু সাদা-কালো, এসব ক্যামেরায় অল্প আলোতেই পরিষ্কার ছবি দেখা যেত। পরবর্তিতে রঙ্গীন ক্যামেরা বাজারে আসলেও স্বচ্ছ ছবির জন্য প্রচুর আলোর প্রয়োজনীয়তার কারনে ব্যবহার সীমিত হয়ে পড়ে। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক কম আলোতেই রঙ্গীন ক্যামেরায় পরিষ্কার ছবি
IR Night Vision With 1 4 Sony Exview Had CCD Bs 420CC নিরাপত্তার জন্য চাই নিরাপদ প্রযুক্তি, নিজের নিরাপত্তা নিজেই নিতে পারেন |
দেখতে পাওয়া যায়। ফলে এখন আর সাদা-কালো সিসিটিভি ক্যামেরা বা সিষ্টেম উৎপাদন হচ্ছেনা। বর্তমান চাহিদা অনুযায়ী দুই ধরনের রঙ্গীন সিসিটিভি রেকডির্ং ও মনিটরিং সিষ্টেম বাজারে পাওয়া যাচ্ছে। ষ্ট্যান্ড এ্যালোন এমবেডেড ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) সম্বলিত সিসিটিভি মনিটরিং এবং রেকডির্ং সিষ্টেম এবং পিসি বেসড্ সিসিটিভি মনিটরিং এবং রেকডির্ং সিষ্টেম।
সিসিটিভি নিরাপত্তার জন্য চাই নিরাপদ প্রযুক্তি, নিজের নিরাপত্তা নিজেই নিতে পারেন |
ব্যবহারের ভিন্নতার কারনে বর্তমানে রঙ্গীন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন ঃ সাধারন ক্যামেরা, ডোম ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, স্পীড ্ ডোম পিটিজেড ক্যামেরা, ডে-নাইট ক্যামেরা, জুম ক্যামেরা, ভেন্ডাল প্রুফ ক্যামেরা এবং আই পি ক্যামেরা উল্লেখযোগ্য। জাতীয় নিরাপত্তা জনিত কারনে হিডেন ক্যামেরা ও স্পাই ক্যামেরার উপর আলোকপাত করা থেকে বিরত থাকলাম। কারন এই জাতীয় ক্যামেরাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল গোয়েন্দা সংস্থা সমূহ ব্যবহার করেন।


সিসিটিভি সম্পর্কে আরো জানুনঃ অপটিমেশন বিডি
এছাড়াও যোগাযোগ করতেঃ 01717-496054 01642-428228

No comments:

Post a Comment